বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। আর একজনকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে।
আসামিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির সদস্য।
রংপুরের সাংবাদিক আরিফুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, এ মামলার কারাগারে থাকা পাঁচজন আসামির চারজন এবং পলাতক একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।
এছাড়া কারাগারে থাকা অপর একজনকে বেকসুর খালাস বলে রায় দিয়েছে আদালত।
তিনি জানিয়েছেন, সকালে কারাগারে থাকা মামলার আসামিদের কড়া প্রহরায় রংপুরের জজ আদালতে নিয়ে আসা হয়।
সেই সঙ্গে আদালত ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়।
২০১৫ সালের ৩রা অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়।
তার মাত্র পাঁচ দিন আগেই ঢাকায় ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা হত্যাকাণ্ড ঘটে।
দুটি ঘটনা নিয়েই সে সময় আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা হয়েছিল।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lQvFo4
February 28, 2017 at 11:53AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন