কলকাতা, ০৪ ফেব্রুয়ারি- ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতির প্রতিবাদে শুক্রবার শহরে মিছিল ডেকেছিল রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন টিএমসিপি। যদিও সেই মিছিলের শেষে প্রতিবাদের উদ্দেশ্য নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন সংগঠনের বহু সদস্যই। এমনকী, টিএমসিপির রাজ্য সভানেত্রী জয়া দত্ত এই১বি ভিসাকে বলে ফেলেন এইচআইভি ভিসা। ট্রাম্পের নামের শেষ যুক্তাক্ষরটি ছেঁটে তোপ দাগেন ট্রামের বিরুদ্ধে! এইচ১বি ভিসার শর্ত পাল্টাতে ওয়াশিংটনের উদ্যোগ এবং তাতে আমেরিকায় কর্মরত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নীতির বিরোধিতা করেই এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস থেকে মিছিল ডেকেছিল টিএমসিপি। মিছিলে জয়া বলেন, ট্রামের এইচআইভি ভিসার কারণে ভারত-সহ বহু দেশের কর্মীরা কর্মহীন হয়ে পড়বেন। অবিলম্বে চাপিয়ে দেওয়া এই ভ্রান্ত নীতির প্রত্যাহারের দাবিতে টিএমসিপি লড়াই করছে। লড়াইয়ের উদ্দেশ্য নিয়ে অবশ্য অন্য কথাও শুনিয়েছেন মিছিলকারীদের কেউ কেউ। কেউ জানান, এই প্রতিবাদ আমেরিকার সংবিধানের বিরুদ্ধে। কারও মতে, এটা ট্রাম্পের ধর্মীয় ভেদনীতির প্রতিবাদ। মিছিলে টিএমসিপির জয় নিয়েও স্লোগান ওঠে। জয়ার ব্যাখ্যা, সদ্য ছাত্র সংসদ নির্বাচন শেষ হয়েছে বলেই আবেগপ্রবণ পড়ুয়ারা ভুল করে ওই স্লোগান দিয়েছেন। এদিনের মিছিলে পা মিলিয়েছেন জয়া এবং তাঁর বিরোধী তথা টিএমসিপির প্রাক্তন রাজ্য সভাপতি অশোক রুদ্রের অনুগামীরা। ছিলেন দুই ছাত্রনেতা গৌতম ভট্টাচার্য এবং সার্থক চৌধুরীও। টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারিই এই সদ্ভাবের কারণ বলে মনে করছেন অনেকে। এফ/০৭:১৬/০৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l5Upba
February 04, 2017 at 01:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top