ঢাকাকে নিরাপদ শহর হিসেবে দেখতে চান ডিএনসিসি মেয়র

rরাজধানী ঢাকাকে একটি নিরাপদ শহরে হিসেবে দেখতে চান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। একই সঙ্গে যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সবার আগে ব্যাপক সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের একটি হোটেলে ঢাকা শহরের দুর্যোগ স্থিতিস্থাপনা সূচক বিষয়ে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, এজন্য স্কুল-কলেজের পাশাপাশি এলাকাবাসীকে প্রয়োজনীয় তথ্যাদি ও জ্ঞানে সমৃদ্ধ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। প্রতিটি এলাকায় উন্মুক্ত পাবলিক প্লেস রাখা দরকার। কেননা ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে এসব পাবলিক প্লেস নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করা সম্ভব।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যে ডিএনসিসি এলাকায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় ৮শ’ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সম্প্রতি একনেকে অনুমোদিত প্রকল্পের আওতায় সরকারিভাবে মহানগরীর সব এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি উন্নতমানের এলইডি সড়ক বাতি সংযোজন করা হবে।

কর্মসূচির আওতায় ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা পরিস্থিতি নিয়ে আরবান ডিজাস্টার রিসাইলেন্সি ইনডেস্ক (ইউডিআরআই) নিরূপণ করা হয়। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় এই ইউডিআরআই নিরূপণ করেছে।

প্রতিবেদনে দেখা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার ২০১৬ সালের ইউডিআরআই এর গড় মান ২ দশমিক ৫২, যা ২০১০ সালে ছিল ২ দশমিক ৩৫। ইউডিআরআই এর সর্বোচ্চ মান ৫, তবে এর মান ৪ এর উপরে হলে তা উচ্চমান সম্পন্ন বলে বিবেচিত হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অবকাঠামোগত (মান ৩ দশমিক ৩৭) এবং সামাজিক (মান ২ দশমিক ৫৩) সক্ষমতা বৃদ্ধির সামর্থ্য ডিএনসিসির রয়েছে। অর্থনৈতিক (মান ২ দশমিক ২৩) এবং প্রাকৃতিক (মান ২ দশমিক ৩৭) সক্ষমতার ক্ষেত্রেও ডিএনসিসির অবস্থান অনেকটা আশাব্যঞ্জক। তবে প্রাতিষ্ঠানিক (মান ২ দশমিক ১১) সক্ষমতা অর্জনে এখনও অনেক কাজ করতে হবে।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kWuhS0

February 16, 2017 at 09:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top