উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মালদাঃ নম্বর বাড়ানোর দাবিতে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘেরাও হয়ে রইলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপালচন্দ্র মিশ্র। তবে উপাচার্যের সাফ উত্তর, ১৫ নম্বর বাড়ানোর দাবি অবাস্তব। বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয়েরই এরকম দাবি মানার কথা শোনা যায়নি।
আন্দোলনরত ছাত্রদের অভিযোগ, বিগত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের খুব ফল খারাপ হচ্ছে। ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও মিলছে না আশানুরূপ ফল। এছাড়া উচ্চতর পঠনপাঠন বা চাকরির ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর ন্যূনতম থাকা বাঞ্ছনীয়। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে তা মেলা ভাড়। তাই গড়ে ১৫ নম্বর বাড়ানোর দাবি পড়ুয়াদের। এদিক ২০ ফেব্রুয়ারি ঘোষণা হবে পুনর্মূল্যায়নের ফল।
from Uttarbanga Sambad http://ift.tt/2lrnEb8
February 17, 2017 at 10:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন