ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ভোট গ্রহণ চলছে

hঢাকা আইনজীবী সমিতির ২০১৭-২০১৮ কার্যবর্ষের নির্বাচন শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। দুপুরে ১ ঘণ্টা বিরতি দিয়ে ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে একই নিয়মে আবারো ভোট গ্রহণ শুরু হবে। ভোট গ্রহণ শেষে রাতেই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি সমর্থিত নীল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে।
এবার নির্বাচনে ২৭টি পদের বিপরীতে মোট ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচনে ১৬ হাজার ১৮২ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সাদা প্যানেলের অপর প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে কাজী শাহানারা ইয়াসমিন, সহ-সভাপতি পদে মো. মঞ্জুর আলম মঞ্জু, ট্রেজারার পদে মো. হাসিবুর রহমান দিদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহ-সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন পাটোয়ারী, লাইব্রেরি সম্পাদক পদে এম মনিরুজ্জামান মানিক, সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ, দপ্তর সম্পাদক পদে আব্দুর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রহলাদ চন্দ্র সাহা পলাশ এবং খেলাধুলা সম্পাদক পদে সাদিয়া আফরীন শিল্পি।
সদস্য পদে মুস্তাফিজুর রহমান সুজন, মো. মোশারফ হোসেন ভূইয়া মিশু, মো. আল আমিন সরকার, সুমন মিয়া, ওয়েছ আহমেদ কায়েছ, শেখ সাইফুর রহমান সুমন, সজয় চক্রবর্তী, মো. সাইফুজ্জামান টিপু, মোঃ আহসান হাবীন, সাদিয়া আফরোজা, সাবিনা আক্তার দিপা, মির্জা মো. জামাল হোসেন, মো. খায়রুল ইসলাম, মাহমুদুল হাসান অমি ও মো. খোরশেদ আলম পারভেজ।
নীল প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম খান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি মো. রুহুল আমীন, সহ-সভাপতি পদে কাজী মো. আবুল বারিক, ট্রেজারার পদে মো. লুৎফর রহমান আজাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদের সৈয়দ নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সারোয়ার কাওসার রাহাত, লাইব্রেরি সম্পাদক পদে মো. আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, দপ্তর সম্পাদক পদের মো. আফানুর রহমান রুবেল, সমাজ কল্যাণ সম্পাদক পদে এমএবিএম খায়রুল ইসলাম লিটন এবং ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মাদ জহিরুল ইসলাম কাইয়ুম।
সদস্য পদে আবু হেনা কাউছার, মো. আরিফ হোসেন তালুকদার, মো. আনোয়ার পারভেজ কাঞ্চন, মো. শহিদুল্লাহ, মো. শাহীন হোসেন, মো. শওকত উল্লাহ, মোহাম্মাদ আবুল কাশেম, মোস্তফা সারওয়ার মুরাদ, মোস্তারী আক্তার নুপুর, মোসাম্মৎ মিনারা বেগম রিনা, মোসাম্মৎ জেবুন্নেছা খানম জীবন, পান্না চৌধুরী, শাহনাজ পারভীন, সৈয়দ মো. মাঈনুল হোসেন অপু ও তামান্না খানম ইরিন।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kY7EJU

February 22, 2017 at 11:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top