আস্থা ভোটে জয়ী পালানিস্বামী

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, চেন্নাইঃ অবশেষে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে দড়ি টানাটানির অবসান হল। বিধানসভা আস্থা ভোটে ১২২ জনের সমর্থনে জয়ী হলেন এডাপাড্ডি কে পালানিস্বামী।

আস্থা ভোটকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই উত্তপ্ত তামিলনাড়ু বিধানসভা। সূত্রের খবর, শনিবার আস্থা ভোট শুরুর আগে গোপন ব্যালটে ভোটের দাবি করেন ডিএমকে বিধায়করা। কিন্তু এতে সম্মতি দেননি স্পিকার পি ধনপাল। এরপর থেকেই বিক্ষোভ চালান ডিএমকে বিধায়করা। কাগজ ছিঁড়ে, মাইক্রোফোন ছুঁড়ে ফেলে দিয়ে, ভাঙচুর চালিয়ে প্রতিবাদ শুরু করেন তাঁরা। দুপুর ১টা পর্যন্ত ভোট মুলতুবি রাখা হয়। কিন্তু পরিস্থিতি পরিবর্তন না হওয়ায় ৩টা পর্যন্ত মুলতুবি করা হয় আস্থা ভোট। ঘটনাস্থলে মোতায়ন করা হয় বিশাল পুলিশবাহিনী। স্পিকারকে হেনস্তার অভিযোগে ডিএমকে বিধায়কদের কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।



from Uttarbanga Sambad http://ift.tt/2m7jSAS

February 18, 2017 at 04:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top