অ্যালকোহল টেস্টে পাশ না করায় তিন মাসের জন্য সরিয়ে দেওয়া হল দুই বিমানকর্মীকে

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ অ্যালকোহল টেস্টে পাশ করতে না পারায় তিন মাসের জন্য সরিয়ে দেওয়া হল রাস্ট্রায়াত্ত বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়ার দুই বিমানকর্মীকে।

জানা গিয়েছে, গত ২৫ জানুয়ারি নয়াদিল্লি থেকে রাজকোটগামী বিমানের উড়ান পরিচালনার দায়িত্ব দেওয়া হয় মহিলা পাইলট ও বিমানকর্মী সহ অন্যন্য কর্মীদের ওপর। কাজে যোগ দেওয়ার পর তাদের বাধ্যতামূলক অ্যালকোহল টেস্ট করা হয়। কিন্তু সেই পরীক্ষায় পাশ করতে না পারায় দুই বিমানকর্মীকে উড়ান থেকে তিন মাসের জন্য সরিয়ে দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2kzAGTs

February 03, 2017 at 03:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top