লেবাননে বি.বাড়ীয়া তিতাস প্রবাসী সংগঠনের শাখা কমিটি উদ্ধোধন

Untitled-1

বাবু সাহা,লেবাননঃ প্রবাসীদের দেশ প্রেম যে কতটা গভীর তা আরেকবার প্রমান করলো লেবাননে বসবাসকারী ব্রাহ্মণবাড়ীয়া জেলার তরুন প্রবাসীরা।বি.বাড়ীয়া তিতাস প্রবাসী সংগঠন কেন্দ্রীয় কমিটি, লেবানন এর সভাপতি আব্দুর রাজ্জাক বজলু ও সাধারন সম্পাদক কাউসার আলম জনির উদ্যোগে দেশে ও প্রবাসে বি.বাড়ীয়ার সার্বিক উন্নয়নকে আরো গতিশীল করার লক্ষ্যে লেবাননের লাইলাকি এলাকায় বসবাসরত প্রবাসীদের নিয়ে সম্প্রতি সংগঠনটির একটি ৭০ সদস্য বিশিষ্ট শাখা কমিটি গঠন করা হয়েছে।

মোঃ রানা ভূঁইয়াকে সভাপতি ও এমরান হোসেনকে সাধারন সম্পাদক করে লাইলাকির একটি স্থানীয় হোটেলে ৪ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় সংগঠনটির শাখা কমিটি ঘোষনা করা হয়।

বি.বাড়ীয়া তিতাস প্রবাসী সংগঠন কেন্দ্রীয় কমিটি, লেবানন এর লাইলাকি শাখার সাধারন সম্পাদক এমরান হোসেন এর পরিচালনায় সভার সভাপতিত্ব করেন লাইলাকি শাখার সভাপতি মোঃ রানা ভূঁইয়া।প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কাউসার আলম জনি।বিশেষ অতিথি ছিলেন, সংগঠনটির যুগ্ম সাধারন সম্পাদক শাহীনুর আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মতিন, সহ-সভাপতি মোঃ সোহেল মিয়া ও মোঃ রুবেল, লাইলাকি শাখা কমিটির প্রধান উপদেষ্টা ও শ্রমিক কল্যান সংগঠন এর সভাপতি মোঃ ওসমান গনি।

বক্তব্য রাখেন, সংগঠনটির লাইলাকি শাখার উপদেষ্টা মোঃ সিরাজ ইসলাম মাহমুদ, মোঃ ফারুক, মোশারফ, নুরুল ইসলাম সহ আরো অনেকে।

প্রবাসের মাটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা ও বি.বাড়ীয়ার ইতিহাস-ঐতিহ্যের বিকাশে ভূমিকা রেখে দেশকে ইতিবাচক ভাবে তুলে ধরেছে বি.বাড়ীয়া তিতাস প্রবাসী সংগঠন এর সদস্যরা।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kerMYy

February 06, 2017 at 11:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top