মুম্বাই, ১৫ ফেব্রুয়ারি- আইপিএল ১০-এর নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে একটি বাচ্চা মেয়েকে কোলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন মাস্টার ব্লাস্টার্স। কিন্তু মেয়েটি কে? সচিন তেন্ডুলকর। আলাদা করে কোনও পরিচয়ের দরকার নেই। বিশ্ব কাঁপানো এই নামটি নিজেই নিজের পরিচয়। আর তাঁর ছোঁয়া পাওয়া মানেই জীবন ধন্য হয়ে যাওয়া। আইপিএল ১০-এর নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে একটি বাচ্চা মেয়েকে কোলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন মাস্টার ব্লাস্টার্স। কিন্তু সেই বাচ্চা মেয়েটির পরিচয় কী? আসলে মেয়েটি হরভজন সিংহের মেয়ে হিনয়া হির। সচিন তাঁর টুইটে অবশ্য সেই কথাও উল্লেখ করেছে। তিনি লিথেছেন, ছোট হিনায়ার সঙ্গে খুব মজা করলাম। আর সচিনকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত ছিল হিনয়াও। সচিন তেন্ডুলকরের টুইট হরভজন এবং সচিনের সম্পর্ক বহুদিনের। তাঁরা একসঙ্গে ভারতের হয়ে বহু ম্যাচ খেলেছেন। এমনকী আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও একসঙ্গে খেলেছেন দুজনে। শুধু সচিনই নন, হিনয়ার সঙ্গে মাস্টার্স ব্লাস্টার্সের ছবি টুইট করেছেন হরভজনের স্ত্রী গীতা বসরাও। ওই টুইটে তিনি লেখেন, লিটল মাস্টারের লিটল ফ্যান। গীতা বসরার টুইট ২০১৫-তে গীতা বসরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হরভজন সিংহ। তাঁদের বিয়েতেও উপস্থিত ছিলেন তেন্ডুলকর। গত বছরই তাঁদের কোল আলো করে জন্ম নেয় ছোট্ট হিনয়া। আর/১৭:১৪/১৫ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kwR9UM
February 15, 2017 at 11:43PM
15 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top