উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কামাখ্যাগুড়িঃ প্রতিবেশী এক যুবকের হাতে খুন হলেন সপ্তদশী এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে, কুমারগ্রাম ব্লকের পশ্চিম চকচকায়। মৃত মমতা রবিদাস কামাখ্যাগুড়ি মিশন হাইস্কুলের ছাত্রী।
রবিবার সকালে ঘরের বাইরে দেখা মাত্র প্রতিবেশী বছর আঠাশের শ্যামলাল চৌধুরি নামে এক যুবক ভোজালির আঘাতে ওই যুবতীকে ক্ষতবিক্ষত করে দেয়। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। ঘটনার পর থেকেই ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। খোঁজ শুরু করলে তার বাড়ি থেকে কিছুটা দুরে রায়ডাক ২ নদীর পাশে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় তাকে। পুলিশ সূত্রের খবর, যুবতীকে খুনের পর বিষ খেয়ে আত্মহননের পথ বেছে নিয়েছিল শ্যামলাল।
গুরুতর জখম অবস্থায় কামাখ্যাগুড়ি স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছলে কিছুক্ষণের মধ্যেই ওই যুবতীকে ঢলে পড়ে মৃত্যুর কোলে। পুলিশ মৃতদেহ আলিপুরদুয়ার হাসপাতাল মর্গে পাঠায়। শ্যামলালকে প্রথমে কামাখ্যাগুড়ি স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করানো হলে তাকে আলিপুরদুয়ার হাসপাতালে রেফার করা হয়।
পুলিশের প্রাথমিক অনুমান প্রেমঘটিত কোনো কারণেই এই খুন।
আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হলেও বর্তমানে সে চিকিত্সাধীন। সুস্থ হলে শুরু হবে জিজ্ঞাসাবাদ। প্রাথমিকভাবে পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2kWDisC
February 12, 2017 at 09:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.