নীলা জয়ন্তী’তে অন্যরকম পোশাকে রানী এলিজাবেথ

aliবিশ্বে সবচেয়ে বেশিদিন ধরে রাজত্ব করা ব্রিটেনের রানী এলিজাবেথ সিংহাসনে অধিষ্ঠানের ৬৫ বছর পূর্ণ করেছেন।

রানীর এলিজাবেথের শাসনকালের ‘নীলা জয়ন্তী’ পালন অনুষ্ঠান উপলক্ষে ব্রিটিশ ফটোগ্রাফার ডেভিড বেইলির তোলা একটি ছবি প্রকাশিত হয়েছে।

ছবিটি রানীর কার্যালয়ে তোলা, রানী নীলকান্তমণির অলঙ্কার এবং নীল রঙেরই পোশাক পরে আছেন। ২০১৪ সালে রানির ৮৮তম জন্মদিনে ধারবাহিক যেসব ছবি তুলেছিলেন বেইলি সেগুলোরই একটি এটি। রানীর সিংহাসনে আরোহনের ‘নীলা জয়ন্তী’ উপলক্ষে এটি আবারও প্রকাশ করা হয়েছে।

ব্রিটিশ রাজা ষষ্ঠ জর্জ ১৯৪৭ সালে রানী এলিজাবেথের বিয়েতে এসব অলঙ্কার উপহার হিসেবে দিয়েছিলেন। ‘নীলা জয়ন্তী’ উদযাপন উপলক্ষে লন্ডন থেকে ৪১ বার তোপধ্বনি করে রানীকে রাজকীয় অভিবাদন জানানো হবে।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lflIz5

February 06, 2017 at 07:28PM
06 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top