ইউটিউবে এই প্রথম কোন হিন্দি গান যেটি ২০০ মিলিয়ন বা ২০ কোটি দর্শক দেখেছেন। যেটাতে বলা হচ্ছে বলিউড মিউজিক ইন্ডাষ্ট্রির কালজয়ী রেকর্ড, আর হানি সিংয়ের ক্যারিয়ার জীবনের অন্যতম সফলতা। বলিউড তারকা হৃতিক রোশন ও সোনম কাপুর অভিনীত এবং সংগীততারকা হানি সিংয়ের রিমেক করে গাওয়া ধীরে ধীরে সে মেরি জিন্দেগি মে গানটির ভিডিও ২০১৫ সালের পহেলা সেপ্টেম্বর প্রকাশিত হয়। এই বিশাল সংখ্যক দর্শক রেকর্ডে টি-সিরিজের প্রধান ভূষণ কুমার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ধীরে ধীরে গানটির ভিডিও ২০ কোটি দর্শক প্রাপ্তির বিষয়টি আমাদের জন্য তুমুল উচ্ছ্বাস ও আনন্দের বিষয়। এবারই প্রথম কোনো হিন্দি গান এত বিপুলসংখ্যক দর্শক পেল, যা এর আগে বলিউডের কোনো গান পায়নি। রিমেক করে নির্মিত হৃতিক রোশনের সঙ্গে সোনম কাপুর জুটির পারফর্ম দারুণ জনপ্রিয়তা পায়। প্রকাশের কয়েকদিনের মধ্যে তা বিলবোর্ডে চলে আসে। গানটির অরিজিনাল ভার্সনে কণ্ঠ দিয়েছিলেন কুমার শানু ও অনুরাধা পাডওয়াল। গানটি ঐ সময়ও ব্যাপক জনপ্রিয় হয়েছিল। খবর বলিউড লাইফ। এফ/০৮:৫২/১৬ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kUDOcc
February 16, 2017 at 02:55PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন