বাংলাদেশে আগামী মার্চ মাসের শুরু থেকে গ্যাসের দাম বাড়ানোর ঘোষনা এসছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, বর্ধিত দাম অনুসারে একটি গ্যাসের চুলার জন্য প্রতিমাসে বিল পরিশোধ করতে ৭৫০ টাকা। তবে জুন মাস থেকে সে দাম আরো বেড়ে ৯০০ টাকা হবে বলে জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। বর্ধিত দাম অনুসারে দু’টি চুলার জন্য মার্চ মাস থেকে বিল দিতে হবে ৮০০ টাকা যেটি জুন মাসে বেড়ে ৯৫০ টাকা।
গৃহস্থালির চুলার পাশাপাশি পরিবহনের জন্য সিএনজি’র দামও বাড়ানো হয়েছে। মার্চ মাস থেকে প্রতি ঘনমিটার সিএনজি’র দাম হবে ৩৮ টাকা এবং জুন মাস থেকে প্রতি ঘনমিটার ৪০ টাকা।
গত বেশ কিছু দিন ধরেই গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত দেয়া হচ্ছিল। বিভিন্ন বামপন্থী সংগঠন আগে থেকেই দাম বাড়ানোর এ প্রস্তৃতির সমালোচনা করে আসছে।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lcLxQN
February 23, 2017 at 08:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন