এক ফুলে সাত রং

3এটি বাড়ি বা পরিবেশের শুভাবর্ধনের জন্য বাগানের কোনো ফুল নয়। এ হচ্ছে একটি তেলবীজ শস্য। গ্রামের ভাষায় এর নাম ফুলবিচি। কৃষি বৈজ্ঞানিক পরিভাষায় একে বলা হয় কুসুম ফুল। এটি বাড়ি বা বাগানে চাষ হতো না। চাষ হতো কৃষি জমিতে। একসময় এর কদর ছিল বেশ।

এ ফুলগাছের কান্ড, পাতা ও ফুলের কলিতে ছোট ছোট কাটা রয়েছে। ফুলের পাপড়িতে সাতটি রং বিদ্যমান রয়েছে। ফুলে হলুদ ও লাল বর্ণের অপরূপ রং আর মিষ্টি মৌ মৌ গন্ধের আকর্ষণ উপেক্ষা করা সহজ নয়।

এ শস্য ফুলগাছটি আড়াই থেকে সাড়ে ৩ ফুট লম্বা হয়ে থাকে। এর কান্ড ও পাতার রং গাঢ় সবুজ। ফুলের কলি সাধারণত সবুজ হয়ে উঠলেও ফুল ফোটার সাথে সাথে এর রং পাল্টে যায়। ফুলের পাপড়িগুলো হলুদ ও লাল রংই বেশি চোখে পড়ে। ফুলের কাছে গেলে আরো রং চোখে ভেসে উঠে। জমিতে এ ফুল ফুটলে লাল হলুদের অপরূপ সৌন্দর্যের অবতারণা হয়। মনে প্রশ্ন আসবে, এ কোন ফুল বাগানে এসেছি



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lOFqmx

February 15, 2017 at 05:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top