সম্প্রতি প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী কাজী নওরীনের অন্তর জমিন শিরোনামের একটি অডিও গান। গানটির কথা লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত করেছেন কাজী নওরীন নিজেই। সঙ্গীতা মিউজিকের অফিসিয়াল ইউটিউবে প্রকাশিত হয়েছে অডিও গানটি। নওরীন জানান, ভাষা ও ভালোবাসার মাসে এই গানটি শ্রোতাদের মনে প্রেম জাগাবে। গানটির কথাগুলো ফোক ধাঁচের। সুর, সংগীতেও থাকছে নতুনত্ব। উল্ল্যেখ, নওরীন বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া নিজের গানের পাশাপাশি বিভিন্ন শিল্পীর জন্যও গান করছেন। এর আগে এন আই বুলবুলের কথায় কাজী নওরীনের নির্ঘুম কোনো রাতে শীর্ষক গানটি শ্রোতাদের মধ্যে দারুন সাড়া ফেলে। এফ/১৬:১০/২৬ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kZ9kaO
February 26, 2017 at 10:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top