উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, চেন্নাইঃ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন তা নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও এবার বিধানসভায় আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে এডাপাড্ডি পালানিস্বামীকে।
শনিবার সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষায় নামছেন পালানিস্বামী। তামিলনাড়ুর বিধানসভায় সদস্যসংখ্যা ২৩৪ জন। সংখ্যাগরিষ্ঠতার প্রমাণে তাঁর প্রয়োজন ১১৬ জনের সমর্থন। পালানিস্বামী জানিয়েছেন, তাঁর সমর্থনে রয়েছেন এআইএডিএমকে-এর ১২৪ জন বিধায়ক।
পালানিস্বামীকে এই পরীক্ষায় হারাতে সরব হয়েছে বিরোধী দল এবং ও পন্নিরসেলভাম। পন্নিরসেলভামের দাবি, এআইএডিএমকে-এর অন্তত ১০ জন বিধায়ক তাঁর সমর্থনে রয়েছেন। অন্যদিকে বিরোধী দল জানিয়েছে, তারা পালানিস্বামীর বিরুদ্ধেই ভোট দেবে। এই পরিস্থিতিতে আস্থা ভোটে পালানিস্বামীর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা যথেষ্ট কঠিন।
from Uttarbanga Sambad http://ift.tt/2m77f8X
February 18, 2017 at 02:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.