পুনে, ২৪ ফেব্রুয়ারি- বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার স্টিভ ওকিফের ঘুর্ণি বোলিং ও অসি অধিনায়ক স্টিভ স্মিথের দারুণ ব্যাটিংয়ে পুনে টেস্টের দ্বিতীয় দিন শেষেই ম্যাচের লাগাম শক্তহাতে ধরেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২৬০ রানে গুটিয়ে যাবার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৪ উইকেটে ১৪৩ রান করেছে অসিরা। ফলে ৬ উইকেট হাতে নিয়ে ২৯৮ রানে এগিয়ে আছে সফরকারীরা। তবে এই ম্যাচের দ্বিতীয় দিন পার হয়ে গেলেও কিছু ব্যক্তিগত রেকর্ড ভাঙ্গা-গড়া হয়েছে। সেগুলো হল কপিলের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভাঙ্গলেন অশ্বিন এক মৌসুমে নিজ মাটিতে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারে কিংবদন্তী অলরাউন্ডার কপিল দেবকে পেছনে ফেললেন ভারতীয় দলের বর্তমান দলের সেরা স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ৩৭ বছরের পুরনো রেকর্ড ভাঙ্গলেন তিনি। পুনে টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মিচেল স্টার্ককে তুলে নিয়ে এক মৌসুমে সর্বোচ্চ ৬৪ উইকেট শিকারের নজির গড়েন অশ্বিন। চলমান মৌসুমে পুনে টেস্টে স্টার্ককে ফিরিয়ে দিয়ে ১০ টেস্টে ৬৪ উইকেট শিকার করে রেকর্ড গড়েন অশ্বিন। এতোদিন ১৩ ম্যাচে ৬৩ উইকেট নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন কপিল। ১৯৭৯-৮০ মৌসুমে এই রেকর্ড গড়েছিলেন কপিল। সেই রেকর্ড ৩৭ বছর পর ভেঙ্গে ফেললেন অশ্বিন। অবশ্য ২০১২-১৩ মৌসুমে কপিলের রেকর্ড ভাঙ্গার দারুণ এক সুযোগ পেয়েছিলেন অশ্বিন। ওই মৌসুমে ১০ টেস্টে ৬১ উইকেট নিয়েছিলেন তিনি। মাত্র ৩ উইকেট কম থাকায় ওই আসরে কপিলের রেকর্ড ভাঙ্গা হয়নি অশ্বিনের। তবে এই মৌসুমে রেকর্ড গড়ার কাজটি ভালোভাবে দখলে নিয়েছেন অশ্বিন। তৃতীয় স্থানে নাম উঠলো ওকিফের ভারতের বিপক্ষে পুনে টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার স্টিভ ওকিফ ৩৫ রানে ৬ উইকেট নিয়েছেন। ভারতের মাটিতে সফরকারী দলের বাঁ-হাতি স্পিনার হিসেবে সেরা বোলিং ফিগারে তৃতীয় স্থানে নাম লিখিয়েছেন তিনি। এই অর্জনে সবার উপড়ে রয়েছেন ইংল্যান্ডের হেডলি ভারিটি। ১৯৩৪ সালে চেন্নাইয়ে ২৩ দশমিক ৫ ওভারে ৪৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন ভারিটি। ভারিটির পরই আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২০০৪ সালে মুম্বাই টেস্টে ৬ দশমিক ২ ওভারে ৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন ক্লার্ক। এমন কীর্তির পরও ওই টেস্টে ভারতের কাছে ১৩ রানে হেরেছিলো অস্ট্রেলিয়া। তবে ভারিটির ঐ কীর্তির পর ঠিকই ২০২ রানে জিতেছিলো ইংল্যান্ড। এবার ওকিফ এমন কীর্তিতে ম্যাচের ফল কি হবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ক্রিকেট ভক্তদের। লাকি সেভেনে আনলাকি ভারত ৭ উইকেট হাতে নিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ায় বেশ পারদর্শী ভারত। নিজেদের টেস্ট ইতিহাসে ৭ উইকেট হাতে নিয়ে অল্প রানে গুটিয়ে যাওয়ার ঘটনা বহুবার ঘটিয়েছে টিম ইন্ডিয়া। সেইসব ইতিহাসকে পেছনে ফেলে নতুনভাবে ইতিহাসের জন্ম দিয়েছে বিরাট কোহলির দল। চলমান পুনে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১১ রানে শেষ ৭ উইকেট হারানোর নতুন রেকর্ড গড়েছে ভারত। এতোদিন ১৮ রানে ৭ উইকেট হারানোর রেকর্ডটিই উপরে ছিলো তাদের। ১৯৯০ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ঐ রেকর্ডটি গড়েছিলো ভারত। পুনে টেস্টে অস্ট্রেলিয়ার স্টিভ ওকেফির ৬ উইকেট শিকারে ১১ রানে শেষ ৭ ব্যাটসম্যানকে হারিয়ে প্রথম ইনিংসে ১০৫ রানে গুটিয়ে যায় ভারত। এফ/২১:১০/২৪ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mfwwBS
February 25, 2017 at 03:09AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন