কলকাতা, ২২ ফেব্রুয়ারি- উইকি বলছে বয়স ৪১। আজই তার জন্মদিন। তিনি অর্থাৎ পরিচালক রাজ চক্রবর্তী। এই মুহূর্তে শিরোনামে। কী কারণে জানেন? পেশাগত কারণ তো আছে বটেই। তার আসন্ন ছবি চ্যাম্প-এর শুটিং শেষ। চলছে ডাবিংয়ের কাজ। তার ছবিতেই টলিউডে অভিষেক হচ্ছে রুক্মিণীর। মডেলিং দুনিয়ার পরিচিত মুখ রক্মিণীর অন্য পরিচয় তিনি দেবের বান্ধবী। দেব-শুভশ্রীকে একসঙ্গে কাস্ট করার জন্যই তো অবশ্যই খবরে রয়েছেন রাজ। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা হচ্ছে না। অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ প্রেম ভেঙে যাওয়ার পর ফের সম্পর্কে জড়িয়েছেন রাজ। নাম প্রকাশে অনিচ্ছুক টলিউডের অনেকেই মানছেন এ কথা। এ বার রাজের সঙ্গে শোনা যাচ্ছে নায়িকা শুভশ্রীর নাম। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিভিন্ন আপডেট বা একসঙ্গে বেড়াতে যাওয়া দেখেও অনেকেই মেনে নিচ্ছেন এ সম্পর্কের কথা। যদিও রাজ বা শুভশ্রী এ নিয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু রাজের জন্মদিনে স্পেশাল সেলিব্রেশনেও শুভশ্রীকে দেখা গেল অচেনা মুডে। কেক কেটে সারা মুখে কেক মাখিয়ে সে ছবি শেয়ারও হয়েছে ওয়েব ওয়ার্ল্ডে। তবে বার্থডে বয়কে কী স্পেশাল গিফট দিলেন নায়িকা তা অবশ্য প্রকাশ্যে আসেননি। এফ/১৫:৪৫/২২ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lKSwnn
February 22, 2017 at 09:49PM
22 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top