হায়দরাবাদ, ০৯ ফেব্রুয়ারি- দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। অপেক্ষাটা প্রায় ১৭ বছরের। ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় (বাংলাদেশ সময়) ঐতিহাসিক টেস্টে ভারতের মুখোমুখি হচ্ছেন টাইগাররা। ম্যাচটি গড়াবে হায়দরাবাদের রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। টেস্ট র্যাংকিংয়ে এক নম্বর দল ভারত। আর বাংলাদেশের অবস্থান নবম। তারপরও ভারত কোচ অনিল কুম্বল মনে করেন, লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। টাইগারদের সমীহ করছেন রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পুজারা, ঋদ্ধিমান সাহা, বিরাট কোহলিরা। কারণ- বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স। টেস্টে যদিও নিজেদের পুরোপুরি মেলে ধরতে পারেনি বাংলাদেশ; তবে এসব নিয়ে ভাবলে বিপদেই পড়তে হবে টিম ইন্ডিয়াকে। এ কথা সতীর্থদের সবার আগে স্মরণ করিয়ে দেন সাহা। তার সঙ্গে সুর মিলিয়েছেন ভারতীয় দলের আরও কয়েক ক্রিকেটার। এদিকে ভারতের মাটিতে খেলা হলেও টিম ইন্ডিয়াকে সহজে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ; এমন হুমকিই দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হকরা জ্বলে উঠলে হায়দরাবাদ টেস্টই হতে পারে বাংলাদেশের বড় সুযোগ; টেস্ট ক্রিকেটে উত্থান। ইংল্যান্ডকে হারিয়ে ইতোমধ্যে আত্মবিশ্বাস জুগিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ড সিরিজে হারলেও ওয়েলিংটন টেস্টে দুর্দান্ত খেলেছেন টাইগাররা। লড়াই করেছেন বুক চিতিয়ে। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট। এই টেস্টকে স্মরণীয় করে রাখতে চাইবে সফরকারী দল। ঘরের মাঠে ভারতকে ওয়ানডে সিরিজে হারানোর পরই বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানিয়েছে ভারত! এবার হায়দরাবাদ টেস্টে ভালো করলে ভারতের মাটিতে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ হবে মুশফিকদের; এটা বলার অপেক্ষা রাখে না। বিরাট কোহলি যেমন ইঙ্গিত দিলেন, ভারতে দুদলের সিরিজ আরও বেশি হওয়া উচিত। এ কথা নিশ্চয়ই মাথায় রাখবেন মুশফিক-তামিমরা। প্রতিবেশী রাষ্ট্রে বেশি ম্যাচ খেলার সুযোগটা মিস করতে চাইবেন না। নিজেদের সেরাটা ঢেলে দিয়েই খেলবেন। অশ্বিন-জাদেজাদের মোকাবেলা করবেন অতি সাবধানে। তাহলেই হয়তো সাকিব-তামিম-মাহমুদউল্লাহ-সৌম্যদের ব্যাট কথা বলবে। নইলে বিপদ! ঠাণ্ডা মাথায় খেলে জমজমাট লড়াই উপহার দেবেন টাইগাররা; এমন প্রত্যাশাই ষোলো কোটি বাংলাদেশির। দেখা যাক, কী হয়! আর/১২:১৪/০৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2loTqCd
February 09, 2017 at 06:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top