হায়দরাবাদ, ১০ ফেব্রুয়ারি- অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক থাকাকালে মেহেদী হাসান মিরাজ ছিলেন একজন অলরাউন্ডার। বল হাতে যেমন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলতে পারতেন, তেমনি ব্যাট হাতেও ছিলেন সমান পারদর্শী। সর্বশেষ ২০১৬ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাট হাতে ৬ ম্যাচে করেছিলেন ২৪২ রান। উইকেট নিয়েছিলেন ১২টি। যে কারণে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। সেই মেহেদী হাসান মিরাজ জাতীয় দলে সুযোগ পাওয়ার পর যেন ব্যাটিংই ভুলে গেলেন; ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ তিনি। চার টেস্টে ৮ ইনিংস খেলে রান মাত্র ২০। সর্বোচ্চ রান করেছেন ১০। ব্যাট হাতে এই মেহেদী হাসান মিরাজ পুরোপুরিই অচেনা। বোলার হিসেবে দলে সুযোগ পাওয়ার পর যেন পুরোপুরি বোলারই হয়ে গেলেন তিনি। ভারতের বিপক্ষে এই টেস্টের প্রথম ইনিংসে বল করেছেন ৪২ ওভার। টেস্ট ম্যাচে আশ্চর্য হলেও সত্য, একটি মেডেনও দেননি তিনি। উইকেট পেয়েছেন ২টি। যদিও তার দুর্ভাগ্য, অনেকগুলো সুযোগ মিস হয়েছে তার বলে। সেই মিরাজ এবার প্রতিশ্রুতি দিলেন, ব্যাট হাতে মাঠে নামতে পারলে তিনি দলের জন্য কিছু করতে চান। রান করতে পারলে নিজের যেমন আত্মবিশ্বাস বাড়বে, তেমনি দলের জন্যও ভালো হবে বলে বিশ্বাস করেন তিনি। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে মিরাজকে প্রশ্ন করা হয়েছিল, ব্যাট হাতে তো মাঠে নামা লাগতে পারে। যদি সুযোগ আসে তাহলে ব্যাটসম্যান হিসেবে কী অবদান রাখতে চান। মিরাজের বক্তব্য, ব্যাটসম্যান হিসেবে তো অবশ্যই চেষ্টা করবো রান করার জন্য। যদি রান করতে পারি, তাহলে আমার আত্মবিশ্বাস বাড়বে। টেস্টে এখনও কোনো ভালো স্কোর খেলতে পারেননি মিরাজ। বিষয়টা নিয়ে তিনিও খুব চিন্তিত। কারণ, যে জায়গায় তিনি ব্যাট করতে নামেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে রান পেলে দলের জন্যও উপকার হয়, টেস্ট ম্যাচে এখনও পর্যন্ত বড় কোনো স্কোর করতে পারিনি আমি। চেষ্টা করবো যে নিজেকে তৈরি করে ভালো একটা ইনিংস খেলতে। আমি যেখানে ব্যাটিং করি সেটা অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা। ওখানে যদি একটা ভালো স্কোর করতে পারি, তাহলে দলের রান কিন্তু বড় হবে। চেষ্টা করবো ওখান থেকে রান করার জন্য। এফ/১৯:১০/১০ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kAgJvi
February 11, 2017 at 03:11AM
10 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top