ঢাকা, ১৮ ফেব্রুয়ারি- নিজেদের ক্রিকেট ইতিহাসে নিজেদের শততম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৫ মার্চ শ্রীলঙ্কার কলম্বোতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)তিন ওয়ানডে দুই টেস্ট আর দুই টি-টোয়েন্টির সূচি ঘোষণা করেছে। পি সারা ওভাল ভেন্যুতে দ্বিতীয় টেস্টের মাধ্যমে শততম টেস্টের মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ । বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় পৌঁছবে বাংলাদেশ, থাকবে ৬ এপ্রিল অবধি। অনুমিত ভাবে টেস্ট দিয়েই শুরু হচ্ছে সফর। সাত মার্চ গলে শুরু হবে প্রথম টেস্ট। পি সারা ওভালে ১৫ মার্চ হবে দ্বিতীয় টেস্ট। এটাই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শততম টেস্ট ম্যাচ। এর আগে দুই মার্চ টেস্ট ম্যাচকে সামনে রেখে মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়ামে ২ ও ৩ মার্চ অনুষ্ঠিত হবে দুদিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ। ২২ তারিখ থেকে শুরু ওয়ানডে সিরিজ। এরপর ৪ ও ৬ এপ্রিল প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টি-টোয়েন্টি। এফ/০৯:৩৮/১৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kIeF1i
February 18, 2017 at 03:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top