মুম্বাই, ২২ ফেব্রুয়ারি- বর্তমান সময়ের ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে আলোচিত নাম বিরাট কোহলি। ভারতের ক্রিকেট অধিনায়ক যেমন মাঠে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন। ঠিক তেমনি মাঠের বাইরেও দারুণ ছন্দে আছেন। একের পর এক বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কোটি কোটি টাকা আয় করছেন। গত সোমবার পুমা কোম্পানির সাথে ৮ বছর চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। কোহলি নিজের ক্রিকেট ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে থাকবেন। যার বিনিমিয়ে কোহলি ভারতীয় মূদ্রায় ১১০ কোটি রূপি পাবেন। এর মধ্য দিয়ে প্রথম কোন ভারতীয় খেলোয়াড় হিসেবে ১০০ কোটি রূপির নিয়ে কোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর এই চুক্তির ফলে অধিনায়ক হওয়ার পর কোহলির দৈনিক আয় গিয়ে দাঁড়িয়েছে ভারতীয় মূদ্রায় ৪ কোটি রূপি! বিরাট কোহলি ব্র্যান্ড ভেল্যু এত তাড়াতাড়ি বৃদ্ধি পাওয়ার একটাই কারণ, তিনি ক্রিকেটে সাফল্যের ভেলায় ভাসছেন। প্রতিনিয়ত নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। কোহলি ক্রিকেটের মূল ফরম্যাট টেস্টে ৪টি দ্বিশতক হাঁকিয়েছেন। সেঞ্চুরি হাঁকানোর দিক দিয়ে শচীনের রেকর্ড তাড়া করছেন। এফ/১৫:৩০/২২ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ln2Yk8
February 22, 2017 at 09:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top