মুম্বাই, ০৭ ফেব্রুয়ারি- ভারতের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিলামের জন্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে গত সোমবার। তবে খেলোয়াড়ের প্রাথমিক তালিকায় জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। স্থানীয় ও বিদেশি ক্রিকেটার মিলিয়ে আইপিএলের নিলাম তালিকায় নাম উঠেছে ৭৯৯ জনের। বাংলাদেশ ও পাকিস্তান বাদে আটটি দেশের জাতীয় দলে খেলা ১৬০ জন ক্রিকেটার রয়েছেন সে তালিকায়। এছাড়াও ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে আরো ৬৩৯ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন সে তালিকায়। গতবারের আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করেছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল মাতাচ্ছেন সাকিব। আর গত আসরে শিরোপা জয়ী সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথমবারের মতো আইপিএলে অংশ নেন কাটারমাষ্টার খ্যাত মুস্তাফিজ। পারফরম্যান্সের সুবাদেই সাকিব ও মুস্তাফিজকে ধরে রেখেছে তাদের ফ্র্যাঞ্চাইজি। আগামি ২০ ফেব্রুয়ারি আইপিএলের দশম আসরের নিলামে ক্রিকেটারদের সর্বোচ্চ দর উঠেছে দুই কোটি রুপি। সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটার মোট সাতজন। ভারতীয় পেসার ইশান্ত শর্মা, ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান, অলরাউন্ডার বেন স্টোকস, ক্রিস ওকস, শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, অস্ট্রেলিয়ান পেসার মিশেল জনসন এবং প্যাট কামিন্স রয়েছেন সে তালিকায়। ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারষ্টো, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, অজি উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন ও নাথান লিয়ন, দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবোট এবং ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের দর হাকানো হয়েছে দেড় কোটি রুপি করে। আইপিএলের এবারের আসরের পরই নতুন-পুরানো সব ক্রিকেটারদের সাথে চুক্তি শেষ হয়ে যাবে ফ্র্যাঞ্চাইজিদের। সেক্ষেত্রে আগামি আসরে হতে যাচ্ছে আইপিএলের মেগা অকশন। তথ্যসূত্র: ফার্স্ট পোস্ট এফ/১৬:৫৫/০৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ljktPy
February 07, 2017 at 10:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top