ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে অস্বীকৃতি নিহত নৌ সেনার বাবার

hনিহত এক মার্কিন নেভি সিল সদস্যের বাবা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে অস্বীকৃতি জানিয়েছেন। ইয়েমেনে আল কায়দার একটি আস্তানায় গত মাসে অভিযান চালাতে গিয়ে নিহত হয় এই মার্কিন নৌ সেনা।

গত ২৮ জানুয়ারি এক অভিযানে নিহত হন উইলিয়াম রায়ান ওয়েন্স। ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসার পর প্রথম এ অভিযান অনুমোদন করেন। খবর বিবিসির। রায়ানের বাবা বিল ওয়েন্স মায়ামি হেরাল্ডকে বলেন, ‘আমি দুঃখিত, আমি ট্রাম্পকে দেখতে চাই না।’

তিনি এ ঘটনার তদন্ত দাবি করেন এবং বলেন, নতুন মার্কিন প্রশাসন ক্ষমতা নেয়ার এক সপ্তাহ পার না হতেই কেন এ ‘নির্বোধ’ অভিযানের অনুমিত দেয়া হলো। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে ইয়েমেনে কোনো মার্কিন সেনা ছিল না। অভিযান চালানো হতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে। কিন্তু হঠাৎ এমন কী হলো যে, সেখানে এমনটা বিরাট ক্ষমতার প্রদর্শনী করতে হলো।

ট্রাম্প ক্ষমতা নেয়ার ছয় দিন পর ওই অভিযানের অনুমতি দেয়া হয়। এতে শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হন। এতে তিন আমেরিকান আহত হন। নিহত হন ওই নেভি সিল সদস্য।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2m0NfrO

February 28, 2017 at 11:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top