খেলার মাঝেই রিটায়ার্ড ইল রেনশ

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শুরুটা ভালো করলেও হঠাৎ অসুস্থতার কারণে লাঞ্চ ব্রেকের আগেই ড্রেসিংরুমে ফিরে যেতে হল অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাট রেনশকে। তখন সবেমাত্র ডেভিড ওয়ার্নার প্যাভিলিয়নে ফিরছেন। লাঞ্চ ব্রেকের বাকি আর মাত্র ১৫ মিনিট। এরমধ্যে ক্যাপ্টেন স্টিভ স্মিথ স্ট্রাইকে আসেন। তখনই ক্যাপ্টেনকে তিনি ব্যাখ্যা করেন যে তাকে টয়লেটে যেতেই হবে। তার আগে তিনি আম্পায়ারের কাছে গিয়ে কিছু বলেন। কিন্তু পরবর্তী ব্যাটসম্যান শন মার্শের তৈরি হয়ে মাঠে আসা পর্যন্ত বাউন্ডারি লাইনে অপেক্ষা করতে হয় তাকে। মাত্র ৩৬ রান করে ফিরে যেতে চান রেনশ। জানা যায়, পেট খারাপের জন্য প্রকৃতির ডাকে সাড়া দিতে বাধ্য হয়েছেন বছর ২০-র এই অসি ওপেনার। স্কোরবোর্ডে তখন লেখা ছিল- রেনশ রিটায়ার্ড ইল।

এই পরিস্থিতির জন্য তৈরি ছিল না কেউই। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার, মিচেল ক্লার্ক ম্যাট রেনশ-র মাঝপথে টয়লেট ব্রেক নেওয়াকে যথেষ্ট সমালোচনা করেন।

খেলা শেষে রেনশ জানান, ‘এরকম পরিস্থিতি হঠাৎ করেই এসেছিল। ডেভিড আউট হওয়ার ৫-১০ মিনিট আগেই লাঞ্চের সময় জিজ্ঞেস করেছিলাম। আমায় বলেছিল এখনও ৩০ মিনিটের মত বাকি। তখন প্রচন্ড সমস্যায় পড়েছিলাম। নিয়ন্ত্রণে ছিল না কিছুই। খুব সুখকর পরিস্থিতি ছিল না এটা আমার জন্য।’



from Uttarbanga Sambad http://ift.tt/2ld5tCV

February 23, 2017 at 10:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top