উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কলকাতাঃ বুধবার টাউন হলে বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলির কর্তৃপক্ষের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ইট-কাঠের ব্যবসা আর মানুষের জীবন বাঁচানো এক নয়। সহজ-সরল-সুলভে পরিষেবা দিতে হবে। সেবাই হাসপাতালের একমাত্র উদ্দেশ্য, সেবা নিয়ে ব্যবসা করা ঠিক নয়। সেবার ক্ষেত্রে ১০০ শতাংশ লাভ রাখা যাবে না।’
পাশপাশি তিনি বলেন, ‘নার্সিংহোম এবং বেসরকারি হাসপাতালগুলিতে কড়া নজরদারি রাখা হবে। হেলথ রেগুলেটরি কমিশন তৈরি করা হবে। আগামী অধিবেশনে বিধানসভায় এ ব্যাপারে বিল আনা হবে। আরও কড়া হবে ক্লিনিকাল এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট।’
মুখ্যমন্ত্রী জানান, প্রতিবেশী দেশের মানুষও অভিযোগ জানিয়েছেন। অযথা বিল বাড়ানো হচ্ছে। বিল না পেলে আটকে রাখা হচ্ছে দেহ। এমনও অভিযোগ এসেছে নার্সিংহোমগুলির উপর।
মুখ্যমন্ত্রী আরও বলেনঃ
- অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে।
- বিলে নিয়ে অনিয়ম ধরা পড়েছে বেলভিউতেও।
- ৯৪২ টি হাসপাতাল ও নার্সিহোমে তদন্ত করা হয়েছে। ৭০ টিকে শোকজ ও ৩৩ টির লাইসেন্স বাতিল করা হয়েছে।
- রুবি হাসপাতালে চার্জ বেশি নেওয়ার অভিযোগ এসেছে।
- বেসরকারি হাসপাতাল ও নার্সিহোমগুলিতেও ন্যায্য মূল্যের ওষুধ দোকান থাকা উচিত।
- শিশুপাচার, কিডনি চক্র চালাতে দেব না।
- সিএমআরআইয়ের সঙ্গে যা হয়েছে তা ঠিক নয়, তবে বিল বেশি হচ্ছে।
- স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আসতে চাইছে না অনেক হাসপাতাল।
- ভেন্টিলেশন ব্যবস্থা নিয়ে সমস্যা আছে পিয়ারলেস হাসপাতালে।
- ইমারজেন্সি ক্ষেত্রে প্রাথমিক চিকিত্সা করতে হবে।
- ক্ষোভ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়।
from Uttarbanga Sambad http://ift.tt/2luSUnG
February 22, 2017 at 06:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন