ঢাকা, ১৭ ফেব্রুয়ারি- জমকালো আয়োজনের মধ্যদিয়ে আজ থেকে শুরু হল রোল বল বিশ্বকাপের চতুর্থ আসর। রাজধানীর পল্টন ময়দানের শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে স্বাগতিক বাংলাদেশসহ ৩৯টি দেশের অংশ গ্রহনে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বাকাপের এবারের আসর। আসরের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে স্বাগতিকরা। পুরুষদের এ লড়াই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়। ঘরের মাঠে জয় দিয়েই মিশন শুরু করতে চায় বাংলাদেশ দলের অধিনায়ক। বাংলাদেশের পরবর্তী খেলা আগামীকাল বেলা আড়াইটায় ভূটানের বিপক্ষে। ভারতের পুনেতে অনুষ্ঠিত তৃতীয় রোল বল বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য সপ্তম স্থান অর্জন। এবারে চ্যাম্পিয়ন হতে চায় স্বাগতিকরা। ৩৯টি দেশের প্রায় সাতশো খেলোয়াড়ের অংশ গ্রহনে এ টুর্নামেন্ট চলবে ছয়দিন ব্যাপী। ২৩ ফেব্রুয়ারি সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এর পর্দা নামবে। রোল বল বিশ্বকাপ প্রথমবার অনুষ্টিত হয় ২০১১ সালে। এরপর ২০১৩ ও ২০১৫ সালে হয় আরো দুটি বিশ্বকাপ। এবারের আসরে খেলবে এশিয়ার ১৯টি, আফ্রিকার ১১টি, ইউরোপ থেকে সাতটি ও দক্ষিণ আমেরিকার দুটি দেশ। পুরুষ দলে খেলবে ৩৯টি দেশ এবং নারী দলে ২৯ দেশ। এফ/১৬:৩৫/১৭ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lqmQTW
February 17, 2017 at 10:37PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন