বিয়েতে খরচ ৫ লাখ পেরোলেই পড়তে হবে সরকারের নজরে

 

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ এখন থেকে বিয়েতে পাঁচ লক্ষ টাকার বেশি বাজেট ছাপিয়ে গেলে পড়তে হবে সরকারি নিয়মের আওতায়। বিয়েতে অপব্যায় রুখতেই এই নয়া ব্যাবস্থা।

বৃহস্পতিবার লোকসভায় এরকমই একটি বিলের প্রস্তাব করেছেন কংগ্রেস সাংসদ রণজিত্ রঞ্জন। সেখানে বলা হয়েছে, যেসকল বিয়েতে ৫ লক্ষ টাকার বেশি খরচ হবে তাদেরকে নিতে হবে সামাজিক কিছু দায়িত্ব। মোট খরচ হওয়া টাকার ১০ শতাংশ টাকা কোনো দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে অনুদান হিসাবে দেবেন। সেইসঙ্গে, বিয়েতে সর্বাধিক অতিথির উপস্থিতি এবং তাদেরকে খাওয়ানোর কিরকম বন্দোবস্ত রাখা যাবে তাও নির্দিষ্ট করে বলা থাকবে এই বিলে। এই ব্যাপারে আইন চালু করা হলে বিয়ে হওয়ার ৬০ দিনের মধ্যে সমস্ত বিয়ের নথিভুক্তিকরণ হয়ে যাবে।

সূত্রের খবর, তিনি যে বিবাহ (বাধ্যতামূলক রেজিস্ট্রেশন ও অপব্যায় রোধ) সংক্রান্ত বিল, ২০১৬ পেশ  করেছেন তা আগামী লোকসভার অধিবেশনে তোলা হবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2lPjR8s

February 16, 2017 at 10:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top