স্কুলে সাহায্য বিএসএফ-এর

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, জলপাইগুড়িঃ বিএসএফ-এর পক্ষ থেকে জলপাইগুড়ি সদর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের ৩টি প্রাথমিক বিদ্যালয়কে কম্পিউটার, জলের ট্যাঙ্ক এবং ৪টি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের পড়াশুনার সামগ্রী দেওয়া হয়। বৃহস্পতিবার শিলিগুড়ি সেক্টরের বিএসএফ-এর ১৫৫ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে জহুরি নয়া কলোনি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই সামগ্রীগুলি শিক্ষক ও পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৫৫ নম্বর ব্যাটেলিয়ানের সেকেন্ড ইন কমান্ড ললিত কুমার, ডেপুটি কমান্ডেন্ট রাজপুরোহিত, রাজেন্দ্র কুমার সহ অন্যান্য আধিকারিকগন। ললিত কুমার জানিয়েছেন, ভারত সরকারের গৃহ মন্ত্রণালয় থেকে সীমান্ত এলাকায় বসবাসকারি মানুষের উন্নয়নের জন্য বিএসএফ-কে কিছু দায়িত্ব দিয়েছে। সেই উদ্দেশ্যে আপাতত সীমান্ত এলাকার চারটি স্কুলকে বাছাই করে তাঁদের প্রয়োজনীয়তাগুলি জানার পর এই সামগ্রীগুলি দেওয়া হয়েছে। পরবর্তীতে এধরনের আরও কিছু পরিকল্পনা রয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2lO4fCe

February 16, 2017 at 04:38PM
16 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top