‘ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম সামরিক শক্তি’

hইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, ইসলামী ইরানের শক্তিমত্তাই এই দেশের বিরুদ্ধে শত্রুদের সব ষড়যন্ত্র বানচাল করেছে।

তিনি আজ তেহরানের জুমা নামাজের খোতবায় এই মন্তব্য করেছেন।
ইরানের সঙ্গে ৫ বড় শক্তির পরমাণু সমঝোতা না হলে যুদ্ধ হতো বলে ইউরোপীয় জোটের প্রধান যে দাবি করেছেন হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি তা-কে একটি ধোঁকাবাজি বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ইসলামী ইরানের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা বিশ্বের নেই এবং ইরানি জাতি শত্রুদের মোকাবেলায় শেষ পর্যন্ত প্রতিরোধ বজায় রেখেছে।
মার্কিন সরকারসহ পশ্চিমা শক্তিগুলো ইরানি জাতির দৃঢ়তা ও সামরিক শক্তির কারণেই ইসলামী এই দেশে হামলার সাহস রাখে না এবং ইরান বর্তমানে বিশ্বের সপ্তম বৃহত্তম সামরিক শক্তি বলে জুমা নামাজের অস্থায়ী খতিব মন্তব্য করেছেন।
তিনি শত্রুদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধগুলোর মোকাবেলায় সদা-সতর্ক থাকার ওপর গুরুত্ব আরোপ করেন।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kxYgkL

February 17, 2017 at 11:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top