রাজধানীতে শরীরে এসি পড়ে শ্রমিকের মৃত্যু

fরাজধানীর খিলক্ষেতে একটি ভবনের ছাদ থেকে শরীরের উপর এসি পড়ে রিপন মিয়া (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৩টার দিকে খিলক্ষেতের নিকুঞ্জ-২ নাম্বার এলাকার ৫ নাম্বার রোডে এ ঘটনা ঘটে।

ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত রিপন মিয়ার সহকর্মী সৈয়দ আলী জানান, তারা আটজন শ্রমিক খিলক্ষেতে ওই ছয়তলা বাড়ির ছাদে এসি লাগানোর কাজ করছিলেন। পাশের ভবনের ছাদে তাদের সহযোগিতা করার জন্য দাঁড়িয়ে ছিল রিপন মিয়া। ছয়তলার ছাদ থেকে চেইন-কাপ্পা দিয়ে পাশের তিনতলার ছাদে এসি নামানোর সময় চেইন ছিড়ে রিপনের শরীরে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিপন মিয়া রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় থাকতেন। তবে তার ঠিকানা সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি সৈয়দ আলী।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kclJTE

February 10, 2017 at 07:56PM
10 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top