অবৈধ অভিবাসী তাড়াতে ট্রাম্পের নতুন পদক্ষেপ

hযুক্তরাষ্ট্রে কাগজপত্রহীণ বা নথিভুক্ত নন এমন অবৈধ অভিবাসীদেরকে ধরতে নতুন করে দিক-নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন।

এর অংশ হিসেবে অপরাধের রেকর্ড আছে এমন অ-নিবন্ধিত অভিবাসীদের প্রথমে টার্গেট করা হবে।

সেই সঙ্গে খোঁজা হবে তাদের যারা মার্কিন নিরাপত্তার জন্য ঝুঁকি কিংবা সামাজিক সুবিধা ব্যবস্থার অপব্যবহার করেছে।

প্রশাসন বলছে, এছাড়া যারা নিজেদের মিথ্যে পরিচয় দিয়েছে তাদের এবং যাদেরকে জন-নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করা হবে তাদেরও খুঁজে বের করা হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা এবং গ্রীন কার্ডধারীরা যে প্রাইভেসি রাইটস বা ব্যক্তির একান্ত ব্যক্তিগত বিষয়াবলী গোপনীয়তার অধিকার পান, অবৈধ অভিবাসীরা তা পাবেন না।

তবে, যে সব শিশুকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল তারা একধরণের সুরক্ষা পাবে।

সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার ‘ড্রিমার্স অর্ডারে’র আওতায় শিশুরা এই সুরক্ষা পাবে।

নতুন নির্দেশনা বাস্তবায়ন করতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আরো অতিরিক্ত দশ হাজার জনবল নিয়োগের পরিকল্পনা করেছে।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lmeyMb

February 22, 2017 at 11:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top