ঢাকা, ১৫ ফেব্রুয়ারি- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০১১ সাল থেকে নিয়মিত খেলছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর গতবছর প্রথমবারের মতো আইপিএল খেলতে যান মোস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতান তিনি। তার দলও চ্যাম্পিয়ন হয়। এবারও সাকিব ও মোস্তাফিজকে তাদের দল রেখে দিয়েছে। কিন্তু জাতীয় দলের ফিকশ্চার থাকায় এবার পুরো আইপিএলে খেলতে পারবেন না বাংলাদেশের এই দুই ক্রিকেটার। কারণ, আগামী ৫ এপ্রিল শুরু হবে আইপিএলের দশম আসর। শেষ হবে আগামী ২১ মে। আগামী মার্চ-এপ্রিলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ শেষ হওয়ার কথা ৮ এপ্রিল। ফলে, একটু দেরিতেই আইপিএলে যোগ দিতে হবে সাকিব-মোস্তাফিজকে। অন্যদিকে, আগামী মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ-আয়ারল্যান্ড ছাড়া এই সিরিজে অন্য দলটি হচ্ছে নিউজল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ১২ মে। ফলে, তার কিছুদিন আগেই দেশে ফিরতে হবে সাকিব-মোস্তাফিজকে। আর/১২:১৪/১৬ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lRcpWf
February 16, 2017 at 06:22AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন