ফিলিপাইনে প্রচণ্ড ভূমিকম্পে নিহত ৩

62জোরাল ভূমিকম্প কেঁপে উঠলো ফিলিপাইন৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৫ ৷ এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আহত হয়েছেন সাতজন৷ বহু মানুষ মাটির নিচে চাপা পড়ে রয়েছে বলে খবর৷ মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের৷
স্থানীয় সময় শুক্রবার রাত ১০ টা নাগাত ফিলিপাইনের সুরিগাও শহরের উত্তরে জোরালো কম্পন অনুভূত হয়৷ কিছু সময়ের মধ্যেই ফের আরো একটি কম্পন অনুভূত হয়৷ এক্ষেত্রে তীব্রতা ছিল ৬.৭৷

ইতিমধ্যে সেনাবাহিনী নামিয়ে উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন৷ এছাড়াও বিপর্যয় মোকাবিলা দল হাত লাগিয়েছে উদ্ধার কার্যে৷ এর আগে ২০১৩ সালে এই অঞ্চলেই ধ্বংসাত্মক ভূমিকম্প হয়৷ সেই সময় সব মিলিয়ে মৃত্যু হয় দুশোরও বেশি মানুষের৷



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kfCflG

February 11, 2017 at 11:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top