স্প্যানিশ কাপের সেমিফাইনালে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে আগামী ২৭ মের ফাইনালে খেলতে পারছেন না বার্সেলোনার উরুগুয়ের ফরোয়ার্ড লুই সুয়ারেস। কিন্তু দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়ের কার্ডের বিপক্ষে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন সুয়ারেস। তার পাশে দাঁড়িয়েছে তার দল বার্সেলোনা। মঙ্গলবার সুয়ারেসের গোলেই আতলাটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে কোপা ডেল রের ফাইনার নিশ্চিত করেছে বার্সেলোনা। কিন্তু ম্যাচের শেষের দিকে আতলাটিকো মিডফিল্ডার কোকেকে কনুই দিয়ে আঘাত করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন সুয়ারেস। সে কারণে আগামী ২৭ মে আলাভেসের বিপক্ষে ফাইনালে খেলতে পারছেন না উরুগুইয়ান এই তারকা। এক বিবৃতিতে বার্সেলোনার পক্ষ থেকে বলা হয়েছে রেফারির এই রিপোর্টের বিপক্ষে সুয়ারেস আপিলের সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচের পরে সুয়ারেস কোকের বিপক্ষে নিজের চ্যালেঞ্জটি নিয়ে বলেছিলেন এটা এমনকি ফাউলও ছিল না। গত দুই মৌসুমেই বার্সেলোনা কোপা ডেল রের শিরোপা জিতেছে। এক বিবৃতিতে সুয়ারেস বলছেন, আমার হাসি পাচ্ছে, কারণ রেফারির উদ্দেশ্যই ছিল লাল কার্ড দেখানো। আমার রাগ হচ্ছে, কারণ কিছুই করিনি। প্রথম হলুদ কার্ডটা দেখানো ঠিক হয়নি। কারণ ওটা আমার ম্যাচে প্রথম ফাউল ছিল। আর/১৭:১৪/০৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lrsEJJ
February 10, 2017 at 12:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top