কুমিল্লা নামে বিভাগ আন্দোলনে আসিফকে চায় কুমিল্লাবাসী

নিজস্ব প্রতিবেদক ● বিভাগের নাম ‘কুমিল্লা’র স্থলে ‘ময়নামতি’ নামকরণের প্রতিবাদে একের পর এক আন্দোলন অব্যাহত রেখেছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কুমিল্লাবাসী। ১৪ ফেব্রুয়ারি এ ঘোষণা আসার পর থেকে শুরু হওয়া আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন কুমিল্লার সর্বস্তরের বিশিষ্ট জনেরাও।

কিন্তু এ বিষয়ে এখনো মুখ খোলেননি দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমিল্লার কৃতি সন্তান আসিফ আকবর।

তাই সকলে কুমিল্লা নামে বিভাগ আন্দোলনে আসিফকে সক্রিয় ভূমিকা পালনের জন্য অনুরোধ করছেন। আগামী ২১ ফেব্রুয়ারি বিকালে কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরের সমাবেশে আসিফকে অংশগ্রহন করার আহব্বান জানাচ্ছেন অনেকে।

উল্লেখ্য, গত মঙ্গলবার একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন কুমিল্লা বিভাগের নাম ময়নামতি রাখা হবে। ভবিষ্যতে কোনো জেলার নামে আর বিভাগ হবে না। নতুন নামকরণ করা হবে।’

পৃথক বিভাগের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কুমিল্লার মানুষ। ২০১১ সালে কুমিল্লা পৌরসভা সিটি করপোরেশনের মর্যাদা লাভ করে। তবে বিভাগ এখনো ঘোষণা করা হয়নি।



from Comillar Barta™ http://ift.tt/2lX3a81

February 18, 2017 at 12:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top