বুধবার শুরু হচ্ছে জেনেভা টিভি কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক ● বুধবার থেকে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হচ্ছে জেনেভা টিভি কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭। কুমিল্লা সাংবাদিক ক্লাব ও কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ নক আউট টুর্নামেন্টের দিনের প্রথম খেলায় সকাল ৯ টায় কিং শালবন ও ধর্মসাগর রাইডার্স  এবং দুপুর দেড়টায় কুমিল্লা টাইগার্স মুখোমুখি হবে কিং রিভার গোমতী দলের। নক আউট পর্বে বিজয়ী দুটি দল আগামী ২৭ ফেব্রুয়ারী ফাইনালে মুখোমুখি হবে।

কুমিল্লা টাইগার্সঃ
বাংলানিউজ টোয়েন্টি ফোরের ইমতিয়াজ আহমেদ জিতু (অধিনায়ক), মোহনা টিভির তাওহিদ হোসেন মিঠু (সহ-অধিনায়ক), সেলিম রেজা মুন্সি ( জিটিভি), আশিকুর রহমান সোহেল (চ্যানেল টোয়েন্টি ফোর), খালেদ সাইফুল্লাহ (যমুনা টিভি ), শামছুল আলম রাজন (কুমিল্লার বার্তা/বাংলা টিভি), শাহ ইমরান  (দৈনিক পূর্বাশা), মোঃ আলাউদ্দিন (দৈনিক পূর্বাশা), বিপ্লব (ক্যামেরাপার্সন), সাজু (ক্যামেরাপার্সন), বিল্লাল ( দৈনিক শিরোনাম), বাহার রায়হান (সময় টিভি)।
কোচঃ সাদিক মামুন (দৈনিক ইনকিলাব/দৈনিক রুপসী বাংলা), মাহবুব আলম বাবু (দৈনিক সংবাদ) ও দিলীপ মজুমদার (সাপ্তাহিক বির্বতন/কুমিল্লা বেতার) ।

কিং রিভার গোমতীঃ
দৈনিক আজকের কুমিল্লার আশিকুর রহমান আশিক (অধিনায়ক), এশিয়ান টিভির দেলোয়ার হোসেন আকাইদ (সহ-অধিনায়ক), মাজহারুল ইসলাম বিপুল (দেশ টিভি), তানভীর খন্দকার দিপু (ইন্ডিপেন্ডেন্ট টিভি),  শাকিল মোল্লা (দীপ্ত টিভি), আরিফুর রহমান মজুমদার (মিলেনিয়াম টিভি), মনির হোসেন (দৈনিক দেশ প্রতিক্ষণ/দৈনিক রুপসী বাংলা),  এমদাদুল হক সোহাগ (দৈনিক রুপসী বাংলা), জ্যাকি (ক্যামেরাপার্সন-যমুনা টিভি), সুমন আহমেদ (শিরোনাম), অমিত মজুমদার (জাগো কুমিল্লা/প্রিয় ডট কম), রহমত খন্দকার পলাশ (বর্তমান প্রতিদিন), সাকিব  দৈনিক বাংলার আলোড়ন)  ও মারুফ কল্প (আলোকিত সময়)।
ম্যানেজারঃ জাহাঙ্গীর আলম রতন (বিটিভি)  ও নজরুল ইসলাম দুলাল (সীমান্ত সংবাদ/দৈনিক যুগান্তর)।

কিং শালবনঃ
দৈনিক পূর্বাশার ফয়সল বারি মজুমদার মুকুল (অধিনায়ক), একাত্তর টিভির কাজী এনামুল হক ফারুক (সহ-অধিনায়ক) জোনায়েদ শিকদার তপু (দৈনিক বাংলার আলোড়ন), শাকিল আহমেদ রানা (পথিকৃত কুমিল্লা), জুয়েল খন্দকার ( দৈনিক ময়নামতি), হাবিবুর রহমান খান(দৈনিক বাংলার আলোড়ন/ দৈনিক করতোয়া), এইচ এম মহিউদ্দিন  (দৈনিক পূর্বাশা/ডেইলি ট্রাইব্যুনাল), মমিন (ক্যামেরাপার্সন-যমুনা টিভি), রাজিব বণিক (ক্যামেরাপার্সন-একুশে টিভি), জাকির হোসেন (দৈনিক রুপসী বাংলা), জাহিদুর রহমান (দৈনিক সংবাদ), এমরান (ক্যামেরাপার্সন-এশিয়ান টিভি) সৈয়দ আহসান হাবিব পাখি ( মাই টিভি) ও বিধান ( সিটিভি অনলাইন)।
কোচঃ রফিকুল ইসলাম ( দৈনিক বাংলার আলোড়ন) ও ওমর ফারুকী তাপস (সিটিভি অনলাইন) ।

ধর্মসাগর রাইডার্সঃ
চ্যানেল নাইনের তারিকুল ইসলাম শিবলী  (অধিনায়ক), বৈশাখী টিভির আনোয়ার হোসেন (সহ-অধিনায়ক), মান্নান কবির ভূইয়া (পথিকৃত কুমিল্লা), দেলোয়ার হোসেন জাকির (কুমিল্লার কথা), জাহিদুল হাসান কাইয়ূম ( বর্তমান প্রতিদিন),  রাসেল সোহেল (দৈনিক পূর্বাশা), আসিফ মান্না (জনতার বার্তা), রিয়াদ ওবায়েদ উল্লাহ (দৈনিক পূর্বাশা),  মাহফুজ নান্টু (দৈনিক আমাদের কুমিল্লা), রকিবুল হাসান রকি (দৈনিক পূর্বাশা), নাসির উদ্দিন শরীফ ( ফ্রি ল্যান্সার), রুবেল আহমেদ (ক্যামেরাপার্সন)।
কোচঃ  হুমায়ন কবির রনি (একুশে টিভি), গোলাম কিবরিয়া (আর টিভি) ও এম ফিরোজ  (দেশ টিভি/ দৈনিক ভোরের কাগজ)।



from Comillar Barta™ http://ift.tt/2l4hElB

February 21, 2017 at 11:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top