ঢাকা, ০৫ ফেব্রুয়ারি- দুর্দান্ত খেলেও বসুন্ধরা এশিয়ান ট্যুর বাংলাদেশ ওপেন শিরোপা জেতা হলো না সিদ্দিকুর রহমানের। পারের চেয়ে মোট ১৭টি শট কম খেলে প্রথম বারের মতো এশিয়ার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন থাইল্যান্ডের জ্যাজ জানেওয়ানান্দ। কুর্মিটোলা গলফ ক্লাবে তৃতীয় বসুন্ধরা এশিয়ান গলফ ট্যুরে ২৯তম স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করেছিলেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। ৪র্থ ও শেষ রাউন্ড শেষে সেই সিদ্দিকুরই পারের চেয়ে মোট ১৩টি শট কম খেলে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট শেষ করলেন দ্বিতীয় স্থানে থেকে। শেষ দিনে ৬টি বার্ডি আর ১টি বগি করেও শিরাপা না জেতার আক্ষেপ ছিল সিদ্দিকুরের কন্ঠে। প্রথম রাউন্ড থেকেই শীর্ষে থাই গলফার জ্যাজ জানেওয়ানান্দ। সেরা অভিজ্ঞদের টপকে পারের চেয়ে মোট ১৭ শট কম খেলে প্রথমবারের মতো এশিয়ান ট্যুরের শিরোপা জেতায় উচ্ছসিত ২১ বছর বয়সী এই তরুণ। জ্যাজ জানেওয়ানান্দ বলেন: সিদ্দিকুরের মতো অভিজ্ঞ গলফারের বিপক্ষে খেলাটা সত্যিই চ্যালেঞ্জিং ছিল। কিন্তু শেষ পর্যন্ত এশিয়ান ট্যুরের শিরোপা জিতে সত্যিই আমি খুশি। এ শিরোপা ভবিষ্যত টুর্নামেন্ট গুলোতে আমাকে অনুপ্রেরণা যোগাবে। শিরোপা হাতছাড়া হলেও টুর্নামেন্টে বাংলাদেশের সেরা হয়েছেন সিদ্দিকুর। লিডার বোর্ডে জায়গা করে নিয়েছেন আরো ৯ বাংলাদেশি গলফার। এফ/০৮:৪২/০৫ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l5TdYD
February 05, 2017 at 02:44PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন