ঢাকা, ১৪ ফেব্রুয়ারি- মঞ্চ, টেলিভিশন, অভিনেত্রী, উদ্যোক্তা এবং সমাজকর্মী সারা যাকের। এ বছর নাট্যকলায় একুশে পদক পাচ্ছেন তিনি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১২ ফেব্রুয়ারি এ তথ্য জানানো হয়েছে। আর পদক প্রাপ্তির এক প্রতিক্রিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অভিনয়শিল্পী লিখেছেন, একুশের পদক প্রাপ্তি, আমাকে সারা দেশের কাছে ঋণী করেছে। মনে হচ্ছে এই পদক যথার্থ হবে যদি আরো কিছু কাজ করে যেতে পারি। আমি কৃতজ্ঞ থাকব আমার আব্বা ও আম্মার কাছে। তিনি আরও বলেন, যাদের আর্শীবাদ ছাড়া এতো বছর মঞ্চের সাথে যুক্ত থাকা সম্ভব হতো না। এরপরেই আসে আমার নাটকের সহযাত্রী আলী যাকেরের নাম। আর সেই সাথে নাটকের (কাছের এবং দূরের) সতীর্থ নাট্যজনের কথা। অভিনয় শিল্পের প্রতি অনুরক্ত থাকার জন্য ইরেশ যাকের এবং শ্রিয়া সর্বজয়াকে শুভাশীষ। পদক প্রাপ্তিতে, এত মানুষের শুভেচ্ছা আমার পাথেয় হয়ে থাকবে। সারা যাকের ১৯৭৩ সাল থেকে মঞ্চে অভিনেত্রী হিসেবে সক্রিয়। তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে কাজ করেন। এক হাজারেরও বেশি মঞ্চ নাটকে অভিনয় করেছেন। এছাড়াও, তিনি এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেডের এক্সিকিউটিভ পরিচালক, এশিয়াটিক ইভেন্ট মার্কেটিং লিমিটেডের পরিচালক। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিককে দেওয়া হচ্ছে একুশে পদক। আগামী ২০ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তাদের হাতে একুশে পদক তুলে দেবেন। সম্পাদনা: ফারজানা রিংকী এফ/২০:৫৫/১৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lcufX6
February 15, 2017 at 03:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top