রাজধানীতে পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ : আহত ২৮, আটক ২৫

songghorso
ডেস্ক: রাজধানীর মৎসভবন এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ছাত্রদলের প্রায় ২৮ নেতাকর্মী আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ২৫ নেতাকর্মীকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় ছাত্রদল নেতাকর্মীরা তাকে স্বাগত জানানোর উদ্দেশে মৎসভবন মোড়ে জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে বলে।

ছাত্রদল নেতাকর্মীরা সরে না গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ছুড়েঁ। এসময় ছাত্রদলের প্রায় ৩০ নেতাকর্মী আহত হয়। ঘটনাস্থল থেকে প্রায় ২৫ নেতাকর্মীকে আটক করা হয় বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মেহবুব মাসুম শান্ত বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য সুশৃংখলভাবে মৎসভবন মোড়ে দাড়িয়ে ছিলাম পুলিশ বিনা উসকানিতে আমাদের নেতাকর্মীদের ওপর টিয়ারশেল ছোড়ে। এসময় আমাদের প্রায় ২৮ নেতাকর্মী আহত হয়। এসময় বেশকিছু নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে পুলিশ।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2k6lw44

February 09, 2017 at 01:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top