বিশ্বনাথে মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের ব্যবসা জমজমাট

16831237_1750281378622462_73676417_n

মো. আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে একুশে ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বর্তমানে ব্যস্ত সময় পার করছে ফুল ব্যবসায়ীরা। আজ সোমবার মধ্যরাতে উপজেলার বিভিন্ন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করবেন বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন মহল। ফলে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের চাহিদা রয়েছে প্রচুর। উপজেলা সদরের রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় মার্কেটে ফুলের দোকানগুলোতে জমে উঠেছে ব্যবসা।

সরেজমিনে সোমবার বিকেলে স্কুল মার্কেট ঘুরে দেখা যায়, ফুল ব্যবসায়ীরা জমজমাট ভাবে ফুল বিক্রি করছেন। আর ফুল কিনতে আসছেন সাধারণ মানুষ। এ সময় আরো দেখা যায়, কেউ ফুল কাটছেন আবার কেউ ফুলের তোড়া বানাচ্ছেন। আবার কেউ ফুল তরতাজা রাখার জন্য পরিচর্যা করেছেন। মাঝে মাঝে ক্রেতাও ফুল নিতে আসছেন। এসময় তারা মার্কেটে থাকা ফুলের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছেন ও ফুল ক্রয় করছেন।

ফুল ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে জানাযায়, প্রতি বছরের কয়েকটি দিবসে ফুলের চাহিদা বেড়ে যায়। এরপর তেমন ফুলের ব্যবসা হয়না। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সোমবার সকাল থেকে ক্রেতা সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একুশের প্রথম প্রহরে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা দিতে যাওয়ার জন্য অগ্রিম অর্ডার দিয়ে রেখেছিলেন অনেকেই। এখন তারা ব্যস্ত সময় পার করছেন বলে জানান।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2l0b6V9

February 20, 2017 at 09:35PM
20 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top