বিশ্বনাথে দুর্বৃত্তদের হামলা আ.লীগ নেতা আহত

8.02.17= 1

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: বিশ্বনাথে দুর্বৃত্তদের হামলায় এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। আহত আ.লীগ নেতা হলেন-উপজেলার দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হরুফ খান। গত মঙ্গলবার রাতে উপজেলার কাশিমপুরে গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আওয়ামী লীগ নেতাকে সিলেট ওসমানী হাসপাতে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানাগেছে, মঙ্গলবার রাত পৌনে ১০টায় আ.লীগ নেতা নিজ গ্রামে একজন রোগীকে দেখতে বাড়ি থেকে বের হন। রোগীকে দেখে বাড়িতে ফেরার পথে পথিমধ্যে কয়েকজন দুর্বৃত্তরা তার ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

এব্যাপারে আহত হরুফ খান বলেন, বিএনপি-জামায়াতের একদল সন্ত্রাসী আমার ওপর হামলা করেছে।

বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lnZ2gc

February 08, 2017 at 09:25PM
08 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top