নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লার বার্তা ডটকমে “কুমিল্লা নামে বিভাগ আন্দোলনে আসিফকে চায় কুমিল্লাবাসী” শিরোনামে সংবাদ প্রকাশের ২৪ঘণ্টার মধ্যে বিভাগ নিয়ে মুখ খুলেছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমিল্লার কৃতি সন্তান আসিফ আকবর।
কুমিল্লার বার্তা ডটকমের ওই সংবাদের মাধ্যমে আসিফকে কুমিল্লা নামে বিভাগ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের জন্য অনুরোধ করা হয়। এবং আগামী ২১ ফেব্রুয়ারি বিকালে কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরের সমাবেশে আসিফকে অংশগ্রহন করার জন্য আহব্বান জানানো হয়।
এমন সংবাদের বিপরীতে আসিফ তার ভেরিফাইড পেজে লেখেন-
|| শিক্ষা সংস্কৃতির পাদপীঠ আমার প্রিয় কুমিল্লা আজ উত্তাল। কুমিল্লার হাজার বছরের সংস্কৃতিকে অবজ্ঞা করার অপচেষ্টা অবশ্যই প্রতিহত করা হবে, তবে এজন্য দরকার কুমিল্লার সর্বস্তরের মানুষের মানসিক সমন্বয় । এজন্য ধৈর্য ধরতে হবে, কারো সাথে কোন সংঘাতে না গিয়ে আমাদের প্রানের কুমিল্লা বিভাগের দাবী বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে, মনে রাখতে হবে সূযোগ সন্ধানীরা সব সময় সুযোগের অপেক্ষায় মুখিয়ে থাকে। ময়নামতি কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ ।
আগামী ২১শে ফেব্রুয়ারী ময়নামতি নামে নয় কুমিল্লা নামেই বিভাগের দাবী আদায়ের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হবে। আমাকে এসব ব্যাপারে কখনো ডাকতে হয়না, হবেওনা। আমার শারিরীক সুস্থ্যতা একটু ভালোর দিকে থাকলে আমি লাগাতার কর্মসূচীতে অংশ নিবো ইনশাল্লাহ, এখানে ডেবিট ক্রেডিটের কিছু নাই । ৬৭ লক্ষ কুমিল্লা বাসীর প্রানের দাবী উপেক্ষা করে বাংলাদেশ সচল রাখা অসম্ভব- এটাই আমাদের আত্মবিশ্বাসের ভিত্তি ।
“ ময়নামতি নামে নয়- কুমিল্লা নামেই বিভাগ চাই- আর কোন দাবী নাই ” ||
কুমিল্লা নামে বিভাগ আন্দোলনে আসিফকে চায় কুমিল্লাবাসী
from Comillar Barta™ http://ift.tt/2lZb0Bc
February 20, 2017 at 11:25AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন