সিলেট ডিসি অফিসের ঘটনা খতিয়ে দেখছে দুদকের উচ্চ পর্যায়ের টিম

pic_39058_1486689743
সিলেট :: সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী আজিজুর রহমানকে ঘুষের টাকাসহ আটক করতে গিয়ে ঘটে যাওয়া তুলকালাম কান্ড তদন্তে  দুদক তদন্ত বিভাগের বিশেষ মহাপরিচালক আসাদুজ্জামান শনিবার সিলেট এসে পৌছান।

শনিবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌছার পরই তদন্তে নেমেছে দুদকের উচ্চ পর্যায়ের তদন্ত টিম।

দুদক কর্মকর্তা কর্মচারীদের মারধর ও অবরুদ্ধ করার ঘটনা খতিয়ে দেখতে শুরু করে উচ্চ পর্যায়ের এই টিম। সিলেটে পৌঁছেই তিনি দুদক আঞ্চলিক অফিসের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে বৃহস্পতিবার বিকেলে ডিসি অফিসে হামলার শিকার হওয়ার ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন কর্মকর্তারা। ঘটনার সময় কে কি ভূমিকা পালন করেছেন এ বিষয়টি গুরুত্ব পায়  বৈঠকে।

সংশ্লিষ্ট সুত্র জানায়, রোববারও হামলা খুটিনাটি খতিয়ে দেখা হবে। ডিসি অফিসের কর্মচারী আজিজ ও হামলার ঘটনার মামলার ব্যপার আজ ঢাকায় দুর্নীতি দমন কমিশন বৈঠকে বসার কথা। সভায় এ বিষয়টি আলোচনার পর পরবর্তী করণীয় নির্ধারণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে, তদন্ত কমিটির সদস্য সিলেটে পৌছার পর প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা। শনিবার দফায় দফায় বৈঠক করেছেন।

উল্লেখ্য, ফাঁদ মামলায় ইনভেন্টরি করে ঘুষের টাকাসহ জেলা প্রশাসনের ব্যবসা বাণিজ্য শাখার কর্মচারী আজিজুর রহমানকে গ্রেফতারে অভিযান চালায় দুদক টিম। বৃহস্পতিবার তাকে হাতেনাতে গ্রেফতারের পর ডিসি অফিসের কর্মচারীরা দুদক টিমের উপর হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে আসামী ও জব্দকৃত টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে দুদক বাদি হয়ে কোতোয়ালী থানায় ওই দিন রাতেই একটি জিডি করে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kh4pg4

February 11, 2017 at 09:21PM
11 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top