মুম্বাই, ২০ ফেব্রুয়ারি- বিরাট কোহলির দলের নতুন অতিথি ইংল্যান্ড দলের বাঁহাতি ফাস্ট বোলার টাইমাল মিলস। বেন স্টোকসের (১৪.৫ কোটি টাকা) পর টাইমাল মিলস এখনও পর্যন্ত দশম আইপিএলের দ্বিতীয় দামী ক্রিকেটার। বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স অব ব্যাঙ্গালুরু টাইমাল মিলসকে কিনল ১২ কোটি টাকা দিয়ে। টাইমাল মিলস টি-টোয়েন্টির আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করেছিলেন গত বছর। ২০১৫, জুলাই মাসে প্রথম শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেন টাইমাল মিলস। এরপরই ইংল্যান্ডের ভারত সফরে টি-টোয়েন্টি দলে ছিলেন বাঁহাতি টাইমাল মিলস। সিরিজের তিনটি ম্যাচেই খেলেছেন তিনি। টাইমাল মিলস ৪টি টি-টোয়েন্টি ম্যাচে ৩টি উইকেটই পেয়েছেন। বোলিং ইকোনমি ৩৮.৬৭। ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলেন টাইমাল মিলস। আর/১২:১৪/২১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2m1gZVY
February 21, 2017 at 06:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top