উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ আই লিগ ডার্বি ড্র করার পর বুধবার শিলং লাজং এফসি-র বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল। তবে ডার্বির একাদশে কোনো পরিবর্তন করা হবে না বলেই জানিয়েছেন লাল-হলুদ কোচ ট্রেভর জেমস মরগ্যান। মোহনবাগান ম্যাচে একটিও গোল হয়নি। এ নিয়ে মরগ্যান খুব কিছু চিন্তায় রয়েছেন বলে মনে হল না। তাঁর মতে, লিগে সব ম্যাচে গোল হবেই তার কোনো মানে নেই। চলতি লিগে এপর্যন্ত একটিও ম্যাচ হারেনি ইস্টবেঙ্গল। এই অপরাজিত থাকাও তাঁর কাছে গুরুত্ব পাচ্ছে। তবে লাজং ম্যাচেও যদি পয়েন্ট ভাগ মেনে নিতে হয় তাহলে যে তিনি চাপে পড়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই।
অন্যদিকে, লাজং ঘরের মাঠে হেরে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে খেলতে এসেছে। ইস্টবেঙ্গলকে সমীহ করলেও জয়ে ফেরা নিয়ে তারাও আত্মবিশ্বাসী। সবমিলিয়ে একটা আকর্ষণীয় ম্যাচের সম্ভাবনা তৈরি হয়েছে।
বুধবার আই লিগে আরো তিনটি ম্যাচ রয়েছে। আইজল এফসি খেলবে বেঙ্গালুরুর সঙ্গে। মিনার্ভা পাঞ্জাবের সঙ্গে দেখা হবে ডিএসকে শিবাজিয়ান্সের। ওদিকে, মুম্বই এফসি-র মুখোমুখি হবে মোহনবাগান।
from Uttarbanga Sambad http://ift.tt/2kGKQPw
February 15, 2017 at 12:32AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন