মুম্বাই, ২৫ ফেব্রুয়ারি- সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় সব সময় সবর থাকেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। যেখানে নিজের ব্যক্তি ও পেশাগত জীবনের সব আপডেট ভক্তদের সঙ্গে নিয়মিত শেয়ার করেন তিনি। কিন্তু সেই অভিষেকই কিনা স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আসতে বারণ করেছেন। সাবেক এ বিশ্বসুন্দরী স্বামীর কাছে ফেসবুকে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছিলেন। আর অভিষেক নাকি তাতে ঐশ্বরিয়াকে বারণ করেছেন। একইসঙ্গে আসতে না করেছেন টুইটারেও। ঘনিষ্ঠ সূত্র বলছে, বেশ কয়েকবার টুইটার, ফেসবুকে নিন্দা, সমালোচনা ও মজার পাত্র হয়েছেন ধুমখ্যাত এ তারকা এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে তার সমাধান করেছিলেন। তাই স্ত্রীর এমনটা হোক, তা মোটেও চান না বচ্চনপুত্র। শুধু ঐশ্বরিয়া নন, বলিউডের অনেক তারকাই এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় নন। তাদের মধ্যে রয়েছেন কঙ্গনা রানাউত, সাইফ আলি খান, কারিনা কাপুর খান প্রমুখ। এফ/২৩:৪০/২৫ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lVxqmx
February 26, 2017 at 05:46AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top