জিতল মোহনবাগান

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ শিবাজিয়ানসের বিরুদ্ধে ৩-১ গোলে জিতল মোহনবাগান। মোহনবাগানের পক্ষে ৪২ ও ৪৪ মিনিটে গোল করেন বলবন্ত সিং এবং ৮৯ মিনিটে কাটসুমি ইউসা। শিবাজিয়ানসের পক্ষে ৩৩ মিনিটে গোল করেন মিলন সিং। কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আয়োজিত আইলিগের এই ম্যাচ জিতে মোহনবাগান ইস্টবেঙ্গলের সমতুল্য পয়েন্ট সংগ্রহ করে নিল। ৯টি ম্যাচের পর মোহনবাগানের সংগ্রহ ২১ পয়েন্ট এবং ১০টি ম্যাচের পর শিবাজিয়ানস রয়েছে ১০ পয়েন্টে।



from Uttarbanga Sambad http://ift.tt/2lVt7bp

February 18, 2017 at 07:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top