উদয়নের রায়পুরের বাড়ির বাগান খোঁড়াখুঁড়িতে মিলল মাথার খুলি, হাড়গোড়

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ভোপালঃ আকাঙ্খা শর্মার খুনের ঘটনায় জেরায় অভিযুক্ত উদয়ন দাসের কাছ থেকে আরও অনেক তথ্য জানতে পারে পুলিশ। লিভ-ইন পার্টনার আকাঙ্খার খুনের আগে তার নিজের বাবা-মা-কে খুন করেছিল উদয়ন। ২০১০ সালে নিজের বাবা-মা-কে খুন করে দেহ পুঁতে দেয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে উদয়ন।

এর সত্যতা খতিয়ে দেখতে রবিবার সকালে ভোপাল পুলিশ উদয়নকে সঙ্গে নিয়ে রায়পুরের বাড়িতে পৌঁছায়। মৃতদেহ পুঁতে রাখার জায়গাও দেখিয়ে দেয় উদয়ন। তাকে সামনে রেখেই চলে রায়পুরের বাড়ির বাগানে খোঁড়াখুঁড়ি। খোঁড়াখুড়ি শুরু করতেই পাওয়া গেল খুলি, হাড়গোড়, কাপড়ের টুকরো। দুর্গন্ধে ভরে যায় গোটা এলাকা।

প্রথমে তার মাকে গলা টিপে খুন করে সে। পরে তার বাবাকেও খুন করে বলে জেরায় পুলিশের কাছে স্বীকার করে উদয়ন।



from Uttarbanga Sambad http://ift.tt/2l6BfFp

February 05, 2017 at 02:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top