উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ স্বাধীন ভারতে এই প্রথম সাধারন বাজেটের সঙ্গে পেশ করা হল সংযুক্ত রেল বাজেট। আজ পার্লামেন্টে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
একনজরে ২০১৭ রেল বাজেট-
১ লাখ ৩১ হাজার কোটি টাকা বরাদ্দ। ৫৫ হাজার কোটি টাকা দেবে অর্থমন্ত্রক।
যাত্রী সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিষেবায় জোর। আগামী ৫ বছরের মধ্যে যাত্রী সুক্ষার জন্য তৈরি হবে ১০ লক্ষ কোটি টাকার একটি আলাদা তহবিল।
২০২০ সালের মধ্যে প্রহরীবিহীন সমস্ত ক্রসিং তুলে দেওয়া হবে।
৭ হাজার স্টেশনে চালু হবে সৌর বিদ্যুত্।
তৈরি করা হবে ৫০০ কিমি নতুন রেলপথ।
১৭টি রেল প্রকল্পে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। রেলের উন্নয়নে জোর পিপিপি মডেলে।
২০১৯ সালের মধ্যে রেলের সব কোচে থাকবে বায়ো-টয়লেট।
৫০০টি স্টেশনে শারীরিক প্রতিবন্ধীদের জন্য তৈরি করা হবে লিফট ও চলমান সিঁড়ি সহ বিশেষ ব্যবস্থা।
কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে মেট্রো রেলে নতুন ব্যবস্থা।
আইআরসিটিসি-র মাধ্যমে ই-টিকিট বুকিংয়ের ক্ষেত্রে তুলে নেওয়া হবে সার্ভিস চার্জ।
from Uttarbanga Sambad http://ift.tt/2jV9yh2
February 01, 2017 at 02:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন